গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকায় আগ্নিকান্ডে পুড়ে গেছে একটি তুলার কারখানা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দাবী করেছেন।

গোপালগঞ্জ ফায়ার সাভির্সের ষ্টেশনের মাষ্টার নিয়ামূল হূদা জানান, বিসিক শিল্প নগরী এলাকায় শাহাদত হোসেন শেখের একটি তুলার কারখানায় বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে খবর পেয়ে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


(এমএইচএম/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)