চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলরের দু’টি পদে ভাই-ভাই মনোনয়ন পত্র জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে যাচ্ছেন। রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে দু’টি পদে পৃথক দুই ভাইয়ের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।

ফরিদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, বিএনপি থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক। একই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার সহোদর এমদাদুল হক।

অন্যদিকে ১নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা মোকলেছুর রহমান। বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা তার সহোদর গোলাম জাকারিয়া।

এনামুল হক বলেন, আমার ভাই এমদাদুল হক মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহারের সময় রয়েছে। আশা করছি তিনি প্রত্যাহার করবেন।

বর্তমান কাউন্সিলর মোকলেছুর রহমান বলেন, এলাকায় তার জনপ্রিয়তা বেশি রয়েছে বলেই গতবার নির্বাচিত হয়েছিলাম। এলাকার মানুষ এবারও তাকে চাইছে বলে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও তিনি জানান।

তারই ছোট ভাই গোলাম জাকারিয়া বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তাই এলাকার উন্নয়ন করতে হলে এলাকাবাসী আমাকেই নির্বাচিত করবেন।


(এসএইচ/এএস/ডিসেম্বর ০৭, ২০১৫)