কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকা থেকে সোমাবার রাতে ভূয়া ডিবি পুলিশ, সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ৫ জনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। সোমবার বিকাল থেকে গ্রেপ্তরকৃতরা কাপাসিয়া বাজার ও তরগাঁও এলাকায় বিভিন্ন মিষ্টির দোকান, ডায়গনিষ্টিক সেন্টার ও ভাঙ্গারী দোকানে ভয় দেখিয়ে টাকা আদায় করার সময় রাতে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানান, উত্তরার ৯ নং সেক্টরের ১ নং রোডের ৫৫ নং বাসায় প্রকাশিক আই পি সি এস অনলাইন পত্রিকার স্পেশাল ক্রাইস রিপোর্টার ও গাজীপুরের শালনা এলাকার বাবুল সর্দারের মেয়ে শারমিন আক্তার মিতু (২৭), সিনিয়র ক্রাইম রিপোর্টার ও বাঘেরহাট জেলার মোল্লার হাট উপজেলার চর কুলিয়া গ্রামে নান্না মিয়ার পুত্র মনিরুল ইসলামর (৪৫), রিপোর্টার ও চাঁদপুর জেলার চত্তর গ্রামের আবুল বাসারের পুত্র শাহ আলম(৪২) এবং মুন্সিগঞ্জ জেলার গরডুবসা গ্রামের মান্নানের পুত্র আবুল বাসারসহ (৫০) ৪ জন জয়দেবপুর বাইপাড়া গ্রামের রজব আলীর পুত্র হালিমের (২৮) প্রাইভেট কার ভাড়া নিয়ে বিশেষ (ডিবি’র পোষাকের মত) পোশাক পড়ে বিভিন্ন অনিয়ম দেখতে কাপাসিয়ায় আসে। আসার সময় পথে শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় উজ্জলের মিষ্টির দোকানসহ কয়েকটি মিষ্টির দোকানে কাগজ পত্র দেখানোর ভয় দেখিয়ে টাকা আদায় করে। বিকালে কাপাসিয়া বাজারের রঞ্জিতের মিষ্টির দোকান, শীতলক্ষ্যা, জুবায়দা প্রাইভেট হাসপাতাল ও ডায়গনিষ্টিক সেন্টারে ডিবি পুলিশের পরিচয় দিয়ে কাগজ পত্র এবং অনুমোদন আছে কিনা তা দেখাতে বলে তাদের নিকট থেকে টাকা আদায় করে। পরে সন্ধ্যায় তরগাঁও কয়েকটি ভাঙ্গারীর দোকানে একই কায়দায় টাকা চাইলে এলাকাবাসীর তাদেরকে সন্দেহ হলে আটক করে পুলিশকে সংবাদ দেয়।

থানার এস আই শাহজাহান ও সূজন হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটন স্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের নিকট থেকে কেমেরা আই পি সি এস এর আইডি কার্ড, টাকা আদায়ের তালিকা, বিভিন্ন চাকুরির সুপারিশের কাগজপত্র, বদলীর সুপারীশ সহ প্রাইভেট (ঢাকা মেট্রো-ক-০৩-৭২৩১), ৪২ হাজার টাকা জব্দ করে।

আটককৃতরা জানায়, পত্রিকার সম্পাদক এডভোকেট মাকসুজ্জানের নির্দেশে একই কায়দায় তারা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদায়কৃত অর্থের ৬০ ভাগ মালিক ও ৪০ ভাগ নিজেরা বন্টন করে নেয়। গত রাতেই আটককৃতদের গাজীপুর ডিবি পুলিশে নিকট হস্তান্তর করেছে। থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃতরা কোথাও ম্যাজিস্ট্রেট, কোন খানে সাংবাদিক আবার কোথাও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষকে ভয় দেখিয়ে এবং প্রত্যারনা করে সারা দেশেই তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এবং মোটা অংকের অর্থ আদায় করে।

(এসকেডি/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)