বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ধান বোঝাই ট্রাকের চাপায় অটো ভ্যান চালক রেজাউল করিম (৩৭) নিহত হয়েছেন। এসময় ট্রাকে থাকা তিন শ্রমিক আহত হন। বুধবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত অটো ভ্যান রেজাউল করিমের বাড়ী বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামে। আহতরা হলেন, আরিফুল হাওলাদার (১৮), শেখ মুজিবুর রহমান (৪৫) ও জালাল উদ্দিন (৩৫)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।

বাগেরহাট মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক ষাটগম্বুজ মসজিদের কাছে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দিয়ে গাছের সঙ্গে গিয়ে পড়ে। ওই ট্রাকের তলে চাপা পড়ে ভ্যানের ওপর বসে থাকা চালক রেজাউল করিম ঘটনাস্থলেই নিহত এবং ট্রাকের তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ০৯, ২০১৫)