বাগেরহাট প্রতিনিধি : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) প্রকাশ্যে শারিরীকভাবে লাঞ্চিত করেছে সজল জোমাদ্দার (২২) নামের এক বখাটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার তাফালবাড়ী এলাকায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা সজলের বিচার দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই দিন রাতে লিখিত অভিযোগ দিয়েছে। ছাত্রীটির পরিবার জানায়, শরণখোলা উপজেলার তাফালবাড়ী এলাকার এক ব্যাবসায়ীর মেয়ে রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে রায়েন্দা এলাকার এমাদুল জোমাদ্দারের ছেলে সজল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই ছাত্রী সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সজল। মঙ্গরবার সন্ধায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সজল ও তার এক সহযোগী প্রকাশ্যে ওই ছাত্রীকে রাস্তায় ফেলে একাধিক চড়থাপ্পর মেরে তার বই খাতা ফেলে দেয়। এ ঘটনা ওই ছাত্রী বাড়ি এসে অভিভাবকদের জানালে ছাত্রীর মা রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সজলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

ছাত্রীর মা বলেন, সজল গত দু-বছর ধরে মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে উত্যক্ত করত। এর আগে সজলের বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে অভিযোগ করা হলেও তার কোন প্রতিকার হয়নি। রাস্তায় ফেলে ছাত্রীকে মারপিট করার পর ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। অভিযুক্ত সজলকে পাওয়া না গেলেও তার পিতা এমাদুল জোমাদ্দার বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র, ওই ছাত্রীকে মারধর করা হয়নি। তবে এতে সজলের দোষ থাকলে তার সুষ্ঠ বিচার করা হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল জানান, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ০৯, ২০১৫)