স্বাধীনতা


স্বাধীনতা তুমি হও মোর
পাঠক/পাঠিকার প্রিয় কবিতা
স্বাধীনতা তুমি রও
প্রতিটি বাঙ্গালীর রিদয়ে গাথা।
অনেক রক্তে পাওনা
বাঙ্গালীর তুমি স্বাধীনতা
কতইনা সর্বনাশ, ঝড়, তুফান
তার পর আনন্দের উল্লাস
স্বাধীনতা তুমি সৃষ্ট ইতিহাস।
স্বাধীনতা তুমি অবুঝ শিশুর
মাতা-পিতা হারানোর আহাজারি
স্বাধীনতা তুমি
বৃদ্ধ পিতা-মাতার চোখেরও পানি।
স্বাধীনতা তুমি
বিধবা বধূর শাড়ীর আঁচাল
স্বাধীনতা তুমি
নতুন বধুর মুছে ফেলা চোখেরও কাজল।
স্বাধীনতা তুমি, ত্রিশ লক্ষ
শহিদের লাশেরও পাহাড়
স্বাধীনতা তুমি তিন লক্ষ
ধর্ষিত মায়ের হাহাকার।
স্বাধীনতা তুমি বাবার কাঁধে
সন্তানের লাশ উঠা
স্বাধীনতা তুমি, অকালেই
করেছো সন্তান হারা পিতা-মাতা।
স্বাধীনতা তুমি
দুঃখ বেদনা সবার মনের স্মৃতি
স্বাধীনতা তবুও কমেনী তোমার প্রতি
বাঙ্গালীদের একটুও প্রীতি।