মাগুরা প্রতিনিধি : আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে বুধবার রাতে মাগুরা পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের গণ কবরে পুস্পস্তবক অর্পন ও মমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্জলন শেষে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার একেএম আহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম ।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারন পরিষদে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে পাক বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রেক্ষিতে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়। সে আলোকে সরকারি কর্মসুচির আওতায় এবারই প্রথম জেলায় দিবসটি পালিত হলো।

(ডিসি/এএস/ডিসেম্বর ১০, ২০১৫)