পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পার্বতীপুর উপজেলাকে নিরক্ষর মুক্ত করা হবে। শুক্রবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় চলমান গণশিক্ষা কর্যক্রমের পর্যালচনা করা হয়।

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে গোটা উপজেলাকে নিরক্ষর মুক্ত করার কাজ শেষ করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাফিজুল ইসলাম প্রামানিক। সেই সাথে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবসের কর্মসূচী চুড়ান্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম, আঃ ওহাব সরকার, নুর মোহাম্মদ রাজা, আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী পীর, নীলকান্ত মোহন্ত, মাহমুদুর রহমান মাষ্টার, ওহাব মন্ডল, ওয়াদুদ শাহ প্রমুখ।

উল্লেখ্য স্থানীয় এমপি গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমানের নির্দেশে গত ১ বছর থেকে উপজেলার আওয়ামীলীগের নেতা কর্মীরা পাড়ায় পাড়ায় গণশিক্ষা কর্মসূচী চালিয়ে আসছে।

(এএএম/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৫)