পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি পটুয়াখালী জেলা সংসদের সম্মেলন ২০১৫ এর শুভ উদ্ধোধন করলেন দুই বিরাঙ্গঁনা। অনুষ্ঠানে তাদের বিড়াঙ্গঁনা মাতা সম্মানে ভূষিত করলেন উদীচী সদস্যরা।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদ দেশে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করলেন সদর উপজেলার ইটঁবাড়ীয়া এলাকার বিড়াঙ্গঁনা মাতা রিজিয়া বেগম ও মনোয়ারা বেগম। গণ সংগীত পরিবেশনের সাথে সাথে দু’জন বিড়াঙ্গঁনাকে মায়ের সম্মানে ভূষিত করে চাঁদর ব্যাচ জড়িয়ে দেন উদীচী জেলা সংসদের সভাপতি ছায়া মল্লিক ও সাধারন সম্পাদক মিসেস নাসরিন মোজাম্মেল এমা। পরে নৃত্য সংগীত শেষে শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভা মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে যোগ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সদস্যরা।

উদীচী জেলা সংসদের সভাপতি ছায়া মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক প্রবীর সরদার। বিশেষ অতিথি ছিলেন সহ-সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সহ-সভাপতি বিশু দাস মুন্সি, ঢাকা মহানগর গণ সংগীত শিল্পী উত্তম কুমার সরকার প্রমুখ। অষ্টম বারের মত পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা ও উপজেলা সংসদের নেতৃবৃন্দ, স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসডি/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৫)