স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতের পাঁচদিন রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার এই রিমান্ড চেয়ে তাকে ঢাকা মুখ্য হাকিমের বিশেষ আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ।

সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অপরাধে গ্রেফতারের পর রেফায়েতের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতকে দীর্ঘদিন যাবত ফলো করার পর গ্রেফতার করা হয়েছে। এইভাবে যে বা যারা সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে বা চালাবে তাদের আইনের আওতায় আনা হবে।

ফেসবুক খুলে দেওয়ার পর সব ব্যবহারকারীদের নজরদারির আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারা থেকে রেফায়েতকে গ্রেফতার করে র‌্যাব।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৫)