স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য অভিযোগে গ্রেফতার তিন আসামিকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আসামিদের শুক্রবার ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ডেমরা থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরশেদ মণ্ডল। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রত্যেকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে মানবপাচার চক্রের সদস্য অভিযোগে আল আজাদ, ফিরোজ আহম্মেদ ও কৃষ্ণ গোপালকে আটক করে গোয়েন্দা পুলিশ (সিআইডি)।

সিআইডির এডিশনাল এসপি (অর্গানাইজড ক্রাইম) মোহাম্মদ রায়হান শুক্রবার সকালে জানান, ‘উত্তরা, বনানী ও কোতয়ালী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।’

‘তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে’ বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৫)