পীযূষ সিকদার : প্রথম বাংলাদেশী স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যুক্তরাজ্য ভিত্তিক BID (Business Initiative Directions) কর্তৃক International Quality Crown Award-2015-2015 পেলো এসএ টিভি। আন্তর্জাতিক এই স্বীকৃতি উপলক্ষে এসএ টিভি তাদের ভবনে গত ১১ ডিসেম্বর সকাল এগারটায় প্রীতি সম্মেলনের আয়োজন করে। প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি।

এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রীতি সম্মেলন জমে ওঠে। অন্যান্যদের মধ্যে প্রীতি সম্মেলনে উপস্থিত ছিলেন এসএ টিভির ডিরেক্টর শামসুল আলম পান্থ, ডেপুটি ডিরেক্টর সেলিনা আক্তার, চলচিত্র নির্মাতা সালাউদ্দিন জাকী এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নঈম নিজাম। এসএ টিভির কর্তা ব্যক্তিগণ প্রধান অতিথি এবং এসএ টিভির কর্ণধার সালাউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় তথ্যমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির বর্তমান প্রেক্ষাপটে এসএ টিভির এই প্রাপ্তি শুধু এসএ টিভির সম্মান নয়, পুরো দেশের ভাবমূর্তিকেই এই অ্যাওয়ার্ড সম্মানিত করেছে। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে প্রায় ৩৫ কোটি বাঙ্গালী আছে আর তাই একদিন ঢাকা হবে ৩৫ কোটি বাঙ্গালীর রাজধানী।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিয়েছে, সে প্রিন্ট মিডিয়া হোক বা ভিজুয়াল মিডিয়া। দেশের স্বার্থে আপনারা কাজ করে যান। এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ অ্যাওয়ার্ড প্রাপ্তি বিষয়ে বলেন, আমি সব সময়ই কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছি আর আমাদের এই কোয়ালিটিই আজকের অ্যাওয়ার্ড। এজন্য তিনি এসএ টিভি পরিবারের সবাইকে কৃতজ্ঞতা জানান। এরপর কৃতজ্ঞতা জানান এসএ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার এবং পরিচালক শামসুল আলম পান্থ।

চলতি ২০১৫ এর জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত প্যারিস, মাদ্রিদ, জেনোভ, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন শহরে বিআইডি’র আয়োজনে ভোট গ্রহন প্রক্রিয়া চলে। ১০০টি ক্যাটাগরিতে সবথেকে বেশি ভোট পেয়ে গোল্ডেন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয় বাংলাদেশের তৃতীয় প্রজন্মের সর্বশেষ HD স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভি। স্পেনের জনপ্রিয় টিভি উপস্থাপক অ্যান ব্যান্দা’র সঞ্চালনায় এক জমকালো অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিআইডি’র সভাপতি জোস ই প্রিয়োডা। এসময় তিনি জানিয়েছেন বিশেষজ্ঞদের ভোট, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং জাতীয় দিক নির্দেশনা বিবেচনায় বেশ কড়া হিসাব নিকাশেই IQC অ্যাওয়ার্ড পেয়েছে এসএ টিভি । এরপর মাননীয় মন্ত্রী, এসএ টিভির ডিএমডি ও ডিরেক্টরকে সাথে নিয়ে International Quality Crown Award-2015 এর মোড়ক উম্মোচন করেন এসএ টীভির কর্ণধার জনাব সালাউদ্দিন আহমেদ। সমগ্র প্রীতি সম্মেলনটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন এসএ টিভির প্রোগ্রাম হেড মিজ জেরিন।

(ওএস/অ/ডিসেম্বর ১৩, ২০১৫)