বাগেরহাট প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারকৃত পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার একেএম ইউসুফ আলমকে সরকারী চাকরী থেকে রবিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।  

পুলিশ জানায়, বন কর্মকর্তা ইউসুফ আলমকে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে গত মঙ্গলবার শরণখোলা থানায় একটি ফ্যাক্স বার্তা আসার পর ওই দিন রাতে র‌্যাব-৮ এর সদস্যরা তাকে সুন্দরবনের দুবলার চর শুঁটকি পল্লীর বন অফিস থেকে গ্রেপ্তার করে।

ইউসুফ আলম গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো। গ্রেপ্তারকৃত এই বন কর্মকর্তা জামালপুর সদর থানার চাঁনপুর হরিণাকান্দা গ্রামের মৃত আ. খালেক মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বর্তমান জামালপুর জেলায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযোগ রয়েছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার একেএম ইউসুফ আলমসহ কয়েক জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা নং-১৭/২০১৫ আইসিটি (১) বিডি ফরম নং-৩। পূর্ব সুন্দরবন বিভাগের এই কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হবার পর সরকারী চাকরী বিধি অনুযায়ী তাকে বন বিভাগ রবিবার সকালে চাকরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করে।

(এসআইকে/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)