গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, জেলা ও পুলিশ প্রশাসন, উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্থানীয় বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোছাঃ হালিমা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট সুকান্ত বিশ্বাস, বিজয় দিবস হলের প্রভোস্ট জুবাইদুর রহমান, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোহাম্মদ আলী খান, পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ কামাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোরাদ হোসেন, কর্মচারী ফারুক হোসেন, আল-আমীন চৌধূরী, শিক্ষার্থী ফয়সাল আহমেদ, মুনিরা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এইচআর/ডিসেম্বর ১৪, ২০১৫)