স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ 'মজা লস'র অ্যাডমিন রেফায়েতকে জামিন দিয়েছেন অবকাশকালীন মহানগর দায়রা জজ আদালত।

১৪ ডিসেম্বর সোমবার রেফায়েতকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করেন তার আইনজীবী মো. মোরশেদ ।পরে তা শুনানির জন্য অবকাশকালীন মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়।

সেখানে জামিন শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন জজ জেসমিন আরা আসামির জামিন মঞ্জুর করেন।

ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৭১ ধারা অনুযায়ী এসব মামলার জামিন শুনানি করার এখতিয়ার একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের। মহানগর দায়রা জজ আদালতের এ মামলায় জামিন দেওয়ার কোন এখতিয়ার নেই। এ মামলায় জামিন দেওয়া বিচারকের এখতিয়ার বহির্ভূত।

গত ১০ ডিসেম্বর রাজধানীর বারিধারা থেকে রেফায়েতকে আটক করে র‌্যাব। রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালানোর দায়ে তাকে আটক করা হয়। এরপর তথ্য-প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।

(ওএস/অ/ডিসেম্বর ১৪, ২০১৫)