কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ১৭৮০ সালে সৃষ্ট মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করা হয়েছে বর্তমান শেখ হাসিনার সরকারের সময়। মাদ্রাসা শিক্ষকদের দেয়া বেতনে পঞ্চ (সেন্ডেল) কেনার সক্ষমতা ছিল না। আজ চামড়ার জুতো পায়ে দিয়ে চলাচল করছি।

আজ সমানতালে সকল শিক্ষকের মর্যাদা এক কাতারে আনা হয়েছে। বেড়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুনগত মান। তারপরও জামায়াত শিবিরসহ জঙ্গী সংগঠনের লোকজন মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করতে আজ জঙ্গীপনার মতো ইসলাম বিদ্বেষী কর্মকান্ড করে দেশে অরাজকতার পায়তারা চালাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।

সোমবার দুপুরে কলাপাড়া পৌর শহরের নেছারুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-কর্মচারী সম্মেলন-২০১৫ অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ শত শত শিক্ষক নেতৃবৃন্দ এসব কথা দৃঢ়তার সঙ্গে বলেছেন।

আলহাজ মাওলানা মুহাঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, মাওলানা খান মো. জিয়াউল ইসলাম হাবিব, মাওলানা একেএম হান্নান আজিজী, শাহ মাহমুদ ওমর জিয়াদ, শফিকুল ইসলাম, প্রভাষক মাসুম বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কলাপাড়া উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। বক্তারা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়ে সকল প্রকার সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।

(এমআরকে/এএস/ডিসেম্বর ১৪, ২০১৫)