প্রায়শ্চিত্ত

আমি ধিক্কার জানাই নিজেকে
একবার, দুবার নয় বারংবার জানাই ধিক্কার নিজেকে
সম্মান দিতে পারি নাই মা তোমাকে যথাযথ পরিপূর্ণ বলে ।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি
করতে পারি হাজারো কিছু নিজের খেয়াল খুশি মতো
রপ্ত করতে পারি সহস্রাধিক ভিনদেশী কালচার
বিলীন করে দিতে পারি নিজের কৃষ্টি ঐতিহ্য
এখনকার সময়ের সাথে যায় না বলে!
সহাস্যে গ্রহণ করি অপসংস্কৃতি
আর আক্ষেপ করি এই দেশে জন্মেছি বলে !
অথচ ভালো করে জানি না নিজের দেশের ইতিহাস ।
জানি না কি করে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় আমার দেশ
কারও রক্তচক্ষুকে পরোয়া না করে ।
কতো রক্তের নদী পেড়িয়ে ,
কতো লাশের স্তূপকে ভিত্তি করে
কতো মায়ের সম্ভ্রম জলাঞ্জলি দিয়ে
কতো বোনকে চিরতরে বিধবা করে
কতো মায়ের কোল খালি করে
কতো অকথ্য, পৈশাচিক নির্যাতন সহ্য করে
কতো মায়ের বিনিদ্র রজনী পার করে
কতো দুঃসাহসিক মুক্তিযোদ্ধার অকুতোভয় বীরত্বগাঁথায়
অর্জিত আমাদের স্বাধীনতা, প্রিয় দেশ, বাংলাদেশ ।
খবর রাখি না কোথায় কি হালে আছেন এই জাতীয় বীরেরা
আমরা জানি না আমাদের ঐতিহ্য, কৃষ্টি কতো সমৃদ্ধ !
আমরা কেওয়াজ করি সোশ্যাল মিডিয়া নিয়ে
আমরা হাতাহাতি, খুনোখুনি করি নিজেদের স্বার্থের তরে
আর আক্ষেপ করি এদেশে জন্মেছি বলে!
আমি বুকে হাত রেখে বলে দিতে পারি আমরা সবাই যদি
আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানি
এদেশের প্রত্যেকটা মানুষ গর্ববোধ করবে বাঙালি হয়ে জন্মানোর জন্যে
আমি গর্বিত হতাম বাঙালি হওয়ার জন্যে ।
কিন্তু আমরা তো এসব কিছুই জানি না, খবরও রাখি না
আমরা ব্যাস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে আর আমাদের আক্ষেপ নিয়ে
তাই আমি বারংবার ধিক্কার জানাই নিজেকে।
ধিক্কার জানাই।