গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা গৃহকর্তার মা রিজিয়া বেগম (৫৮) ও বোন শেফালী বেগমকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

ডাকাতরা ২টি মোবাইল ফোন ও নগদ ১০/১২ হাজার টাকা লুটে নিয়েছে বলে ওই ইউপি সদস্য জানিয়েছেন। বাড়ির লোকজনে শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ শুকুর আলী খানের বাড়িতে এই ঘটনা ঘটে। গৃহকর্তা মোঃ শুকুর আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদেরকে বলেন, আমি ঢাকায় ছিলাম। গত সোমবার রাতে মা বাহ্যিক কাজে ঘরের দরজা খুলে বের হয়। এই সুযোগে ৭/৮ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই লোকদের রামদা, ছোরাসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২টি মোবাইল, নগদ টাকা হাতিয়ে নেয়। ডাকাতরা যখন স্বর্ণালংকার খুজতে থাকে তখন আমার মা এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার শুরু করে। তার গায়ে থাকা সোয়েটার ফেলে রেখে পালিয়ে যায়। সোয়েটারের মধ্যে ওই ডাকাতের মোবাইল ফোনও রয়েছে। বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছে। যেহেতু সোয়েটার মোবাইল রেখে পালিয়েছে সেসব প্রমানের ভিত্তিত্বে থানায় মামলা করা হবে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, ৬/৭ জনের একটি দল ওই বাড়িতে গিয়েছিল। লোকজন চিৎকার দিলে তারা বাড়ির দুই সদস্যকে মারপিট করে পালিয়ে যায়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে চক্রটিকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।

(এমএইচএম/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)