নড়াইল প্রতিনিধি : আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন জানান, সোমবার রাতে নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ডের (মহিষখোলা) কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম নান্নু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। তিনি ৩০-৪০ জন কর্মী-সমর্থক নিয়ে মিছিল ও শোডাউন করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ ছাড়া, পৌরসভার ৯নং ওয়ার্ডের (বিজয়পুর-হাটবাড়িয়া) কাউন্সিলর প্রার্থী এহসানুল কবীরকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এহসানুল কবীর আচরণবিধি লঙ্ঘন করে সোমবার বিকেলে প্রায় এক হাজার কর্মী-সমর্থকের খাবারের আয়োজন করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৫)