হেমন্ত রোদ্দুর

এই শীতে কেমন আছো হেমন্ত রোদ্দুর?
পৌষালী বিকেলে কোন ছায়ায় লুকাও?
এখনো কি তোমার বয়সী ঠোঁটের কোনে
কম্পিত হৃদয়ে খেলে আদিম কিশোরী হাসি।
এখনো কি ভোরের সোনা রং ধানের শীষে
তোমার স্বপ্ন দোলে হিমেল হাওয়ায়।
এখনো কি বিন্দুবিন্দু শিশির মুক্তো,
তোমার প্রান্ত চুমে ভেজায় মন ?
এখনো কি কারো উষ্ণ নিশ্বাসে,
এলোমেলো হয় তোমার বুকের আঁচল?
এখনো কি কোন গভীর নিশিথে,
জোৎস্নায় ডুবে তোমার উপত্যাকার কোল?
এখনো কি কোন গলিত প্রেমে
তপ্ত হয় তোমার শীতল শরীর?
এখনো কি কোন আবেগের নদী
ছুঁয়ে যায় তোমার সমুদ্রের তীর?

এখনো যদি তোমার প্রাচীন নেশায়,
বিভোর হয় আমার যুবক মন,
আমি কর্ষিত জমিনে পুঁতে দেব নতুন বীজ
শস্যপূর্ণ হবে তোমার ভুবন।