যশোর প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান চুন্নুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর মনোনীত প্রার্থীর বিপক্ষে যশোর পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে আওয়ামী লীগের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। তবে প্রেস বিজ্ঞপ্তিতে এসএম কামরুজ্জামান চুন্নুর দলীয় পদের নাম, স্থায়ী কিংবা অস্থায়ী বহিষ্কারের বিষয়টি স্পষ্ট করা হয়নি।

জেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশপ্রাপ্ত এসএম কামরুজ্জামান চুন্নু জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

এছাড়াও তিনি যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমানে যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সদস্য পদ ব্যতীত তার কোনো পদে নেই।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৬, ২০১৫)