নেত্রকোনা প্রতিনিধি : জেলার আটপাড়া উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলীয় নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। এরপরই জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়।

তিনি দাবি করেন, হামলাকারীরা অফিসের চেয়ার টেবিল ব্যাপক ভাঙচুর করে।

আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম বলেন, ‘আমি স্থানীয় সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টুকে নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান ও বিজয় র‌্যালিতে ছিলাম। আমাদের র‌্যালি‌থেকে বিএনপি অফিসে হামলার ঘটনা ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘আমি বিজয় দিবসের অনুষ্ঠানে ছিলাম। শুনেছি বিএনপি অফিসের কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। তবে কেউ সুনির্দ্দিষ্ট অভিযোগ করেনি।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৬, ২০১৫)