দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলার বনতাড়া সীমান্তের ভারতীয় দেড় কিলোমিটার অভ্যন্তরে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

নিহত বাংলাদেশীর নাম সাদেকুল ইসলাম (২০)। তিনি দিনাজপুরের সদর উপজেলার বনতাড়া লক্ষীতলা এলাকার মকসেদুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গত বুধবার সন্ধ্যায় সীমান্তের ভারতীয় দেড় কিলোমিটার অভ্যন্তরে আত্রাই নদীতে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ভারতীয় পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। বিষয়টি বিজিবি জানতে পেরে বিএসএফ’র সাথে যোগাযোগ করে নিহত যুবকের ছবি সংগ্রহ করে।

সেই ছবি বাংলাদেশে আসার পর ওই যুবক বাংলাদেশী বলে সনাক্ত করে পরিবারের লোকজন। এই ঘটনার পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ও লাশের বিষয়টি নিশ্চিত করে লাশ ফেরতের আবেদন জানায় বিজিবি।

দিনাজপুর-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কুরবান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ওই যুবককে গুলি করে হত্যা নাকি অন্য কোনভাবে হত্যা, তা জানায়নি বিএসএফ। বিএসএফ জানিয়েছে লাশটি এখন পর্যন্ত পুলিশের কাছে আছে। সেখান থেকে ভারতীয় আইনী প্রক্রিয়া শেষে লাশটি ফেরত দিবে বলে বিএসএফ তাদেরকে জানিয়েছে।

(এটি/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)