পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটায় বয়ঃসন্ধিকালের জেন্ডার সাম্য ও প্রজনন স্বাস্থ্য বিষক প্রকল্পের অবহিতকরণের সভা শহরের তাসলিমা মেমোরিয়াল একাডেমির মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের উদ্যোগে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের আওতায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।

তাসলিমা মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আবুল বাশার আজাদের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোস্তফা আলম,বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক এসোসিয়েশনের সভাপতি ও পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, অ্যাডভোকেট মো. জাবির হোসেন,এনজিও প্রতিনিধি মো. ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে উদ্যোগে শিশুর বয়ঃসন্ধিকালে জেন্ডার সাম্য, প্রজনন তথ্য অধিকার ও সেবা পাওয়ার বিষয়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প বিষয়ে অবহিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক গন সভায় উপস্থি ছিলেন।

(এমএসআই/এএস/ডিসেম্বর ১৭, ২০১৫)