মাগুরা প্রতিনিধি : “বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন” এ প্রতিপাদ্য নিয়ে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য মাগুরায় আজ শুক্রবার পালিত হল বিশ্ব অভিবাসন দিবস-২০১৫।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম।

বক্তব্য রাখেন এনডিসি মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলাম, সহকারী কমিশনার সুমী আক্তার, কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী বরকতুল্লাহ ইসলাম, সাংবাদিক রূপক আইচ, অভিবাসীদের মধ্যে বেলাল আহমেদ ও ফিরোজ মাহমুদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব অপরিসিম। বৈদেশিক কর্মসংস্থান একাধারে বেকার সমস্যার হআস করনে ভুমিকা রাখার পাশাপাশি গ্রামীন অথৃনৈতিক কর্মকান্ডে গতির সঞ্চার করেছে।

বক্তারা বলেন, রেমিট্যান্স আকারে বিপুল বৈদেশিক মুদ্রার যোগান দিয়ে জাতীয় উন্নয়নকে তরান্বিত করছে অভিবাসীরা। তিনি অভিবাসন প্রক্রিয়া নিরাপদ করতে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। ২০০০ সালের ১৮ ডিসেম্বর এ দিবসটি ঘোষনা করা হয়।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)