নড়াইল প্রতিনিধি :মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর হলে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহন করে যে ধৃষ্টতা দেখিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

যুদ্ধাপরাধের বিষয়ে পাকিস্তান নত না হলে আগামী সংসদ অধিবেশনে পাস্তিানের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক ছিল। তিনি (জিয়াউর রহমান) প্রধান সেনাপতিকে বলেছিলেন তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। একথা বলায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী জিয়াউর রহমানকে বহিস্কার করেছিলেন, যা জনগণ জানেনা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আয়োজনে উপজেলা কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এসএম মুজিবুর রহমান, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএ হান্নান রুনু।


(টিএআর/এস/ডিসেম্বর১৮,২০১৫)