মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. হারুন মৃধার কর্মীদের প্রচারণা চালাতে বাধা দেয়া এবং মাইকে প্রচারণা চালালে রিক্সা, মাইক ও প্রচারককে জীবননাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আছমত বেপারীর সমর্থকরা। এমন অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে শনিবার সকালে কালকিনি উপজেলা রিটানিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন কাউন্সিলর প্রার্থী মো. হারুন মৃধা। সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, ১৪ ডিসেম্বর থেকে নির্বাচনে মাইক ব্যবহারের সুযোগে প্রত্যেক প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ১৮ ডিসেম্বর হারুন মৃধার উটপাখি প্রতিকের প্রচারণা চালালে তাতে বাধা দেয়া হয়।

এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী হারুন মৃধা বলেন, আমার বাড়ির সামনে আমার প্রতিপক্ষ কাউন্সিলরপ্রার্থী আছমত বেপারীর সমর্থকরা প্রতিনিয়ত ওৎ পেতে থাকে এবং দেশী অস্ত্রের ভয়ভীতি দেখায়। গণসংযোগ করতে গেলে আমার কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে।

এমন কি শুক্রবার মাইকে প্রচারণা চালালে তাতেও বাধা দেয়া হয়। তাই এ ব্যাপারে উপজেলা রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

কালকিনি উপজেলা রিটানিং অফিসার মো. আলাউদ্দিন জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/ডিসেম্বর ১৯, ২০১৫)