পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আবদুল হক (৫০) নামের এক জেলে সাগরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ফাতরার চর এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় ফিরে আসা এফবি মারুফা ট্রলারের ফিরে আসা সহকর্মী মাঝি মো. ইব্রাহিম মিয়া খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার বড় টেংরা গ্রামের আ. খালেক চাপরাশির মালিকানা এফবি মারূফা ট্রলারের আমরা ১৫জন জেলে সাগরে মাছ ধরার জন্য সাগরে জাল ফেলছিলাম।

এমন সময় হঠাৎ করে আবদুল হক জালের সাথে পেঁচিয়ে সাগরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে আমরা কিনারে ফিরে এসেছি। নিখোঁজ জেলে আবদুল হক উপজেলার বড় টেংরা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, তাকে খোঁজার জন্য সাগরে একটি ট্রলার পাঠানো হয়েছে।

(এমএসআই/এএস/ডিসেম্বর ১৯, ২০১৫)