গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের অপসারণের দাবীতে দিনব্যাপী ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে।

সোমবার সকাল থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ ধর্মঘটের ডাক দেন। প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীরাও একত্ত্বতা প্রকাশ করে এ কর্মসূচিতে অংশ নেন। সকালে আন্দোলনকারীরা অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেন। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থীদের গণ-স্বাক্ষর নেয়া হয়।

ওই প্রতিষ্ঠানের গণিত প্রশিক্ষক মোঃ আব্দুর সবুর জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি করে আসছেন। আমাদের দিয়ে এসব কাজ করাতে বাধ্য করেন। আমরা এ কাজ করতে রাজি না হলে অকথ্য গালিগালাজ করেন। এ ব্যাপারে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছি। এখন পর্যন্ত এর কোন প্রতিকার হয়নি। একারণে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, প্রশিক্ষক ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতিতে বাঁধা দেয়ায় তারা আমার বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেছে।

(এএইচএম/এইচআর/ডিসেম্বর ২১,২০১৫)