গাইবান্ধায় আওয়ামীলীগের বিশেষ সভা
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনকে নির্বাচনে বিজয়ী করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সোমবার শহর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ সভা ও পথসভা অনুষ্ঠিত হয়।
শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা আ’লীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী, সাইফুল আলম সাকা, উপজেলা আ’লীগের সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, শাহ সারোয়ার কবির, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
পরে আ’লীগের, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের জন্য মৌন মিছিল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং জেলা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
(আরআই/এএস/ডিসেম্বর ২১, ২০১৫)