গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা ভূমি অফিসের সেবা প্রত্যাশীদের সাময়িক বিশ্রামের জন্য “শেকড়ের সন্ধানে” নামক একটি বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে।

সোমবার উপজেলা ভুমি অফিসের উদ্যোগে শেকড়ের সন্ধানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশ্রাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, পৌরসভা মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মাসুম জানান, নিজস্ব তহবিল থেকে এখানে বিশ্রাম কেন্দ্র, অভ্যর্থনা কেন্দ্র, বাই সাইকেল, মোটরসাইকেল পার্কিং এর স্থান, মোবাইল চার্জের স্থান, বিশুদ্ধ পানির ফিল্টার বসানো হয়েছে। ভূমি অফিসে এসে কোন জমির মালিক যাতে হয়রানির সম্মুখিন না হন সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভূমি সংক্রান্ত যাবতীয় মামলার কাজ ১ থেকে ২১ দিনের মধ্যে মামলা নিস্পত্তি করা হবে বলেও তিনি জানান।

(এমএইচএম/এএস/ডিসেম্বর ২১, ২০১৫)