নড়াইল প্রতিনিধি :নড়াইলে তীব্র শৈত্য প্রবাহে অসহায় ও দুঃস্থ্যদের শীত নিবারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার নাকসী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে শতাধিক পিচ কম্বল বিতরণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বৃদ্ধ নারী-পুরুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝেও এসব কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রায়হান কাওছার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ.এফ.এম. আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ জানান, প্রকৃতপক্ষে যারা অসহায় ও দুঃস্থ্য, তারা যাতে শীতবস্ত্র থেকে বঞ্চিত না হন, সে জন্য বাড়িতে বাড়িতে গিয়ে দেখেশুনে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আরো জানান, একইভাবে এর পরেও অন্যান্য এলাকাতেও শীতবস্ত্র বিতরণ করা হবে।


(টিএআর/এস/ডিসেম্বর২২,২০১৫)