দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আজাদুল ইসলাম আজাদ (৫৩) আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টায় পৌর শহরের ইসলামপাড়া আনসার-ভিডিপি অফিসের পেছনে এ হামলার ঘটনা ঘটে।

বিরামপুর থানার এসআই শাহ আলম জানান, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আজাদুল ইসলাম আজাদ গণসংযোগ শেষ করে রাত আনুমানিক ১১টায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পৌর শহরের ইসলামপাড়া আনসার-ভিডিপি অফিসের পেছনে একদল অজ্ঞাত দুর্বৃত্ত গতিরোধ করে তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলায় তিনি বাম হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। এলাকাবাসী তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, আহতের মাথায় খুব গুরুতর আঘাত হয়েছে। এ কারণে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।

বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)