পাবনা প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতাল থেকে দুই দিন বয়সি নবজাতক এক কন্যাশিশু চুরি হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে শিশুটি চুরি হয়।

এ খবরে নবজাতকের মা শেলী খাতুন বাকরুদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেলী খাতুন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের সৌদিপ্রবাসী উকিল উদ্দিনের স্ত্রী।

পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নবজাতকের দাদি হালিমা খাতুনের কাছ থেকে অজ্ঞাত এক নারী বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাচ্চাটি নিয়ে ওই নারী পালিয়ে যান। এদিকে সন্তান হারিয়ে যাওয়ার খবরে মা শেলী খাতুন বাকরুদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ বাচ্চাটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)