মাগুরা প্রতিনিধি : বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, সরকারি প্রথম শ্রেণীর চাকুরিতে আন্ত ক্যাডার বৈষম্য বাতিলসহ ৭ দফা দাবীতে মাগুরায় প্রকৃচি ও বিসিএস সমন্বয় কমিটি আজ বুধবার দুপুরে শহরের প্রেসক্লাব এর সামনে মানববন্ধন করেছে।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় তারা কালোব্যাজ ধারণ করেন ও বিভিন্ন দাবী সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে জেলা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সহ সভাপতি ডা. কানাই লাল স্বর্ণকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মঞ্জুর রহমান, মাগুরা সরকারি কলেজের শিক্ষক বিজন কুমার কর্মকার, আবু সাঈদ মোল্যা, ডা. জুলি চৌধুরী ও অন্যরা। সভায় প্রশাসন ক্যাডারের খবরদারি বন্ধ করে গণমুখী ও কল্যাণধর্মী পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার আহবান জানানো হয়।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)