বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃক সাধারন সম্পাদকের সরদার মাসুদুর রহমান (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট মডেল থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে শহরের খারদ্বার এলাকা থেকে গ্রেফতার করে। বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে বহিস্কৃত হবার পরপরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পৌর যুবলীগ নেতা জুয়েল শেখের উপর বৃহস্পতিবার দুপুরে বোমা হামলার সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার এজাহার উদ্ধৃত করে তিনি বলেন, দুপুরে মামলার বাদী জুয়েল শেখসহ কয়েক ব্যাক্তি শহরের মল্লিকবাড়ি এলাকায় নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচার কাজ করার সময় সরদার মাসুদুর রহমানের নেতৃত্বে দশ-বারো জন যুবক জুয়েলকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটায়। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। এই ঘটনায় জুয়েল শেখ বাদী হয়ে মাসুদ সরদারসহ সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলার অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সরদার মাসুদুর রহমান বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২২ ডিসেম্বর তাকে দল থেকে বহিস্কার করা হয়।


(একে/এস/ডিসেম্বর২৪,২০১৫)