স্টাফ রিপোর্টার : বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে কর্মবিরতিসহ বিক্ষোভ করেছে শিল্পাঞ্চল আশুলিয়ার দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। 

আশুলিয়ার ইউনিক এলাকার ময়ূরী নীট ওয়্যার লি. এবং বাংলা-জাপান লি. নামের কারখানা দুটিতে এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।


ময়ূরী ওয়্যার লি. পোশাক কারখানার শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত ৩ মাস যাবত তাদের বেতন বকেয়া রেখেছে। বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। কিন্তু সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে প্রধান ফটকে তালা লাগানো দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করার চেষ্ট করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। এরপর শ্রমিকদের একটি অংশ বাইপাইলে আশুলিয়া থানার সামনে অবস্থান নেয়।

অপরদিকে, একই এলাকার বাংলা-জাপান লি. নামের অপর একটি পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকেই কারখানার ভেতরে প্রবশের পর বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেছে। ওই কারখানার শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের দুই মাসের বেতন না দিয়ে বিভিন্ন টালবাহানা করছেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/জেএ/মে ২৯, ২০১৪)