কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তুলেছেন, এটা পাগলামি নয়, এটা তার রাজনৈতিক শয়তানি।’

শুক্রবার কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা রক্ত দিয়ে, নারীর সম্ভ্রম দিয়ে স্বাধীনতা কিনেছি। সেই স্বাধীনতা নিয়ে যারা কটাক্ষ করে তারা বাংলাদেশের সাথে বেঈমানী করে।’

তিনি বলেন, ‘বেগম জিয়ার এজেন্ডা পৌর বা জাতীয় নির্বাচন নয়, উনি পিঠ বাঁচাতে চান। আগুন যুদ্ধে মানুষ পোড়ানোর মামলা থেকে বাঁচতে চান।’

তিনি আরো বলেন, ‘বেগম জিয়া যখন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছেন তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এ দেশে আর কখনো সামরিক বা রাজাকার যুদ্ধাপরাধী জামায়াত ও জেএমবির সরকার হতে দেব না।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম বদিউজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে প্রথম প্রধান শিক্ষক আবুল হোসেন মালিথা প্রমুখ। এসময় বিদ্যালয়ের প্রত্যেক ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৫, ২০১৫)