নওগাঁ প্রতিনিধি : নওগাঁর দু’টি পৌরসভার ৪৯টি ভোটকেন্দ্রের ৩৫৪ কক্ষে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে নওগাঁ পৌরসভার ৪০ কেন্দ্রের ৩০৮ কক্ষে এবং নজিপুর পৌরসভার ৯টি কেন্দ্রের ৪৬টি কক্ষে ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে নিয়োজিত থাকবেন ১জন করে প্রিজাইডিং অফিসার।

এছাড়া প্রতিটি ভোট কক্ষে (বুথে) ১জন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার নিযুক্ত থাকবেন। এতে করে নওগাঁ পৌরসভায় ৪০ কেন্দ্রে ৪০ জন প্রিজাইডিং অফিসার, ৩০৮ কক্ষে ৩০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১৬ জন পোলিং অফিসার থাকছেন। তেমনী নজিপুর পৌরসভায় ৯ কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৬ কক্ষে ৪৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯২ জন পোলিং অফিসার নিযুক্ত হয়েছেন। ইতোমধ্যেই তাদের ভোট গ্রহন সংক্রান্ত প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

এদিকে শনিবার বিকেলে নির্বাচনী সরঞ্জাম নওগাঁয় এসে পৌঁছেছে। সিল, কালি, প্যাড. বাক্স, ষ্টিকারসহ যাবতীয় সরঞ্জাম আনা হয়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছে। সব কিছু মিলিয়ে ভোট গ্রহনের প্রায় সকল প্রস্তুতি ইতেমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন।

(বিএম/এএস/ডিসেম্বর ২৬, ২০১৫)