স্টাফ রিপোর্টার : ১১ বর্ষে পা দিয়েছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। শনিবার বেলা ১২টায় এ উপলক্ষে চ্যানেলটির তেজগাঁয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজন করা হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানের।

সকালে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। 'আজ এবং আগামীর' স্লোগান নিয়ে আরটিভি দেশীয় সংস্কৃতির বিকাশে আগামী দিনে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করেব এমনটাই প্রত্যাশা করেন আগত অতিথিরা।

সকালে আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি কেক কাটেন । এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, ও কলাকুশলীরা।

দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত শিল্পীদের মধ্যে ছিলেন জলের গান, মাইলস, মুহিন, লুইপা,ঐশি প্রমূখ। এছাড়া দিনব্যাপী ফুলেল শুভেচ্ছায় আরটিভিকে সিক্ত করেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬,২০১৫)