নিউজ ডেস্ক :যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জামায়াতের ৯ জন ও শিবিরের একজন রয়েছেন। অন্যরা নিয়মিত মামলার আসামি। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সদর থানায় ১০ জন, কলারোয়ায় ছয়জন, তালায় একজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে চারজন, দেবহাটায় চারজন, পাটকেলঘাটায় একজন ও ডিবি পুলিশের অভিযানে একজন গ্রেপ্তার হয়েছে।


(ওএস/এস/ডিসেম্বর২৭,২০১৫)