বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটে দুটি পৌরসভা নির্বাচপন সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার শঙ্কা প্রকাশ করছে জেলা বিএনপি নেতৃবৃন্দ। বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরসভার সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে সেনা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি এমএ সালাম অভিযোগ করেন, বাগেরহাট ও মোরেলগঞ্জ পৌরসভার সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নেই। এ বিষয়ে নির্বাচন কমিমন ও প্রশাসনের কাছে অভিযোগ করলেও তারা নির্বিকার।

মোরেলগঞ্জ পৌরসভায় দলীয় মেয়রপ্রার্থী আব্দুল মজিদ জব্বারকে আওয়ামী লীগ প্রার্থী ও তার কর্মীরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন। বিএনপি প্রার্থীর ১৪টি মাইক ভাংচুর ও কর্মীদের মারধর করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় বিএনপির ১১জন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ৪জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন সন্ধ্যায় মোরেলগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী নিজে পৌর মহিলা দলের আহবায়িকা সাবিনা সুলতানাকে তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালসহ এলাকা ছাড়ার হুমকি দিয়েছে। বাগেরহাট পৌরসভার ৬,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মীদের পোলিং এজেন্ট হতে হুমকি দেয়া হচ্ছে।

জনাকৃর্ণ এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট একেএম আব্দুল হাই, জেলা বিএনপির সহ-সভঅপতি শেখ মুজিবর রহমান, কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন আলম, পৌর বিএনপির আহ্বায়ক শেখ সাহেদ আলী রবি, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার প্রমুখ।

(একে/এএস/ডিসেম্বর ২৭, ২০১৫)