বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ছিনতাইকারীর গুলিতে গুরুত্বর আহত হয়েছেন আকিজ গ্রুপের কর্মকর্তা আব্দুর রহমান। সোমবার সকালে আকিজ গ্রুপের ফিল্ড অফিসার আব্দুর রহমান ৫ লাখ টাকা নিয়ে অফিস থেকে ব্যাংকে যাবার পথে ফকিরহাট বাজারের কাছে মহাসড়কে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আকিজ গ্রুপের কর্মকর্তা আব্দুর রহমান অফিসের ৫ লাখ টাকা সাথে নিয়ে ইজিবাইকে করে ফকিরহাট ব্যাংকে যাচ্ছিলেন। তিনি ফকিরহাট বাজারের কাছাকাছি পৌছালে ১টি মটরসাইকেলে করে একটি ছিনতাইকারী দল তার গতিরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময়ে ইজিবাইকে থাকা লোকজনের ডাক-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। তখন ছিনতাইকারীরা আবদুর রহমানের সাথে থাকা ৫লাখ টাকা নিতে না পেরে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত আব্দুর রহমান খুলনার জেলার সরাবপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

ফকিরহাট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিবলি জানান, আহত আব্দুর রহমানের বাম উরুতে ও মাথার ডান পাশে গুলি রয়েছে। তাকে দ্রুত অস্ত্রপাচার করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংঙ্কাজনক।

(একে/এএস/ডিসেম্বর ২৮, ২০১৫)