গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে দুই প্লাটুন বিজিবি সদস্য গোপালগঞ্জে এসে পৌঁছেছে। সোমবার রাত থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেন।

এছাড়া পুলিশের পক্ষে ৬টি মোবাইল টিম ও দুইটি স্টাইকিং ফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি টিমে একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ২০ জনের একটি দল থাকবে।

গোপালগঞ্জ পৌরসভার সহকারি রির্টানিং অফিসার মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জ পৌরসভায় ১৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই ১৯টি কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য দায়িত্বরত থাকবেন। মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল বুঝিয়ে দেয়া হবে।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভার রির্টানিং অফিসার মোঃ অহিদুজ্জামান মুন্সি জানিয়েছেন, ৯ টি ভোট কেন্দ্রের নির্বাচনী মালামাল আজ মঙ্গলবার প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদেরকে বুঝিয়ে দেয়া হবে। এখানকার ৯টি কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ হওয়ার ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।

এছাড়া র‌্যাবের ৪ টি মোবাইল টিম গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌর এলাকায় মঙ্গলবার থেকে টহল দেবে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প-ইন-চার্জ আসাদুজ্জামান।

গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানিয়েছেন, গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।

(এমএইচএম/এএস/ডিসেম্বর ২৮, ২০১৫)