বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিস্কৃত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুর হাসান শিপনের নির্বাচনের গণসংযোগে ব্যবহৃত একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

সোমবার সন্ধায় শহরের উত্তর হাড়ীখালী সরকারী প্রাথমিক বিধ্যালয়ের সামনে এঘটনা ঘটেছে।

বাগেরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান , তিনি আগুনের ঘটনা শুনে ঘটনা স্থলে স্ট্রইকিং ফোর্স নিয়ে এসে দেখেন গাড়িটি আগুন জ্বলছে। তিনি গাড়ীটি মালিকের বরাত দিয়ে বলেছেন, আগুনে পুড়ে যাওয়া মাইক্রোটি মেয়র প্রার্থী মিনা হাসিবুল হাসান শিপন তার নির্বাচনী কাজে ব্যাবহার করছিলো। জ্বালিয়ে দেয়া গাড়ীটির ড্রাইভারের মোবাইল বন্ধ রয়েছে, ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

মেয়র প্রার্থী মিনা হাসিবুর হাসান শিপন আভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী কর্মীরা তার নির্বাচনের গণসংযোগে ব্যাবহৃত মাইক্রোবাসটি পুড়িয়ে দিয়েছে। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান বলেন, তার কোন কর্মী-সমর্থক এঘটনার সাথে জড়িত নয়।

বাগেরহাট মডেল পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। জড়িত দুর্বৃত্তদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।

(একে/এস/ডিসেম্বর ২৮,২০১৫)