স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রতিনিধি দলটি ইসিতে যাবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার অনুষ্ঠেয় পৌর নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রতিনিধি দলটি আলোচনা করবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

এদিকে বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৫)