শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে আর্সেনিকোসিস রোগিদের চিকিৎসা সেবা বৃদ্ধি এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে আর্সেনিক আক্রান্ত রোগী ও এলাকার মানুষ।

২৯ মে বৃহষ্পতিবার শহরের শহীদ মিনার সড়কে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী ক্লাস্টার এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। আধা-ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে এলাকার প্রায় তিন শতাধিক নারী-পুরুষের সমাবেশ ঘটে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরে মিছিল সহকারে উপজেলা কমপ্লেক্সে যায় এবং ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে প্রদান করে।
স্থানীয় রাজনীতিক, পেশাজীবী ও সুধীবৃন্দ মানববন্ধন কর্মসূচীর সাথে একাত্মতা জানিয়ে এতে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু, কারিতাস ময়মসনসিংহ অঞ্চলের ফিল্ড মনিটরিং অফিসার ক্লডিয়া নকরেক কেয়া, আব্দুল হান্নান, আসের্নিক আক্রান্ত রোগী সমিতির সভাপতি জাফর আলী বাবু প্রমুখ।
(এইচবি/এএস/মে ২৯, ২০১৪)