নওগাঁ প্রতনিধি : মঙ্গলবার নওগাঁর মহাদেবপুরে উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডা দিবস উপলক্ষ্যে দু’দিন ব্যাপী মুন্ডা সম্মেলনের সমাপ্তি হয়েছে। সোমবার জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ও জাগকে উঠক মুন্ডার আহবায়ক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, আধিবাসী যুব পরিষদের উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

প্রধার অতিথি বলেন, আমাদেরকে বিরসা মুন্ডার শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং হৃদয়ে ধারন করতে হবে। তার আদর্শে অনুপ্রানীত হয়ে নিরলস ভাবে কাজ করতে হবে। ধর্ম বর্ন আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই মানুষ। মানুষের মত মানুষ হয়ে কাজ করতে হবে। আদিবাসী নেতা মিরা কুমার, করিয়া মুন্ডা ও বিরসা মুন্ডার আদর্শে অনুপ্রানীত হয়ে শিক্ষা নিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করার আহবান জানান তিনি। নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী ৫ম জাতীয় সম্মেলনের অনষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মেলনে প্রায় ১১টি জেলার প্রায় ৩হাজার মুন্ডা সম্প্রদায়ের লোকজন অংশ গ্রহন করেন।

(বিএম/এস/ডিসেম্বর২ে৯,২০১৫)