নওগাঁ প্রতনিধি : নওগাঁর ধামইরহাটে টাইমস্কেল,সিলেকশন গ্রেড পূর্নবহালসহ ৭ দফা দাবীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছেই। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টাব্যাপী সারাদেশের ন্যায় ধামইরহাট উপজেলার শহীদ মিনার চত্বরে এ কর্মসুচী পালন করা হয়।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ড. মোঃ জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সন্তোষ কুমার সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৮ম জাতীয় পে-স্কেলে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পূনর্বহালের দাবীসহ ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

(বিএম/এস/ডিসেম্বর২ে৯,২০১৫)