স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশজুড়ে ভোট কারচুপির মহোৎসব হয়েছে।

তিনি বলেন, পৌর নির্বাচনে সরকার নীল-নকশার বাস্তবায়ন করেছে। বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রহসনীয় নির্বাচনে দেশজুড়ে ভোট কারচুপির মহোৎসব হয়েছে। ১৫৭টি পৌরসভায় প্রায় দেড়হাজার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, কারচুপির ব্যাপারে ইসিসহ সংশ্লিষ্টদের কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও এসবের কোনো প্রতিকার করা হয়নি।

(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)